News71.com
 International
 07 May 21, 11:03 PM
 342           
 0
 07 May 21, 11:03 PM

ভারতে করোনায় প্রতি ঘণ্টায় ১৫০ জনের মৃত্যুর বিশ্বরেকর্ড।।

ভারতে করোনায় প্রতি ঘণ্টায় ১৫০ জনের মৃত্যুর বিশ্বরেকর্ড।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা কালীন যে কোনো টানা ১০ দিনের হিসাবে প্রতি ঘণ্টায় করোনায় ১৫০ জনের মৃত্যুর বিশ্বরেকর্ড গড়েছে ভারত। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে এর আগে দিনে তিন বা চার হাজারের বেশি মানুষ মারা গেলেও টানা ১০ দিনের হিসাবে এগিয়ে ভারত। শুক্রবার (৭ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া। গত ১০ দিনে প্রতিদিন তিন হাজারের বেশি মৃত্যু দেখেছে ভারত। এই সময়ে মারা গেছে মোট ৩৬ হাজার ১১০ জন। যা গড়ে প্রতি ঘণ্টায় মৃত্যুহার ১৫০ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন। এই সময়ে মৃত্যু হয়েছে আরো ৩ হাজার ৯শ ১৫ জনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন