News71.com
 International
 07 May 21, 11:06 PM
 40           
 0
 07 May 21, 11:06 PM

ভারতে রেমডেসিভির ওষুধ বহনকারী বিমান বিধ্বস্ত।।

ভারতে রেমডেসিভির ওষুধ বহনকারী বিমান বিধ্বস্ত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গোয়ালিয়া বিমানবন্দরে রেমডেসিভির ওষুধ বহনকারী একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার (৬ মে) একইদিনে মুম্বাইয়ে অ্যাম্বুলেন্স বিমান অবতরণের সময় ত্রুটির মধ্যে পড়েছিল। তবে বড় ধরনের কোন বিপদ ঘটেনি।

 

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, গোয়ালিয়ায় মধ্য প্রদেশ অ্যাভিয়শনের সাত সিটের একটি বিমান রেমডেসিভির ওষুধ নিয়ে রানওয়েতে বিধ্বস্ত হয়ে পড়ে। এ ঘটনায় ক্যাপটেনসহ তিনজন আহত হন। তাদের বিমান বাহিনীর লোকেরা হাসপাতালে ভর্তি করেছে। গোয়ালিয়ারের সিনিয়র পুলিশ অফিসার অমিত সংঘি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, দুটি দুর্ঘটনাই বিমান রানওয়েতে নামার সঙ্গে সঙ্গে হয়েছে। তবে গোয়ালিয়ায় বিমানটিতে রেমডেসিভির ইঞ্জেকশনের চালানের কোনো ক্ষতি হয়নি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন