আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ নির্বাচন উপলক্ষে আজ বক্তৃতা করতে গিয়ে বাংলার মানুষ, নারীশক্তি এবং তরুণ প্রজন্মকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, এ এক অবিশ্বাস্য ঘটনা। ইতিহাস। মিরাক্ল। "আমি বাংলার নারীশক্তির কাছে মাথা নত করছি। পাশাপাশি, তরুণ প্রজন্মের ভোটও পেয়েছি। অনেকের কোভিড হওয়া সত্ত্বেও তাঁরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। কৃতজ্ঞতায় আমার মাথা নত হয়ে আসছে’’।
এবারের পশ্চিমবঙ্গ নির্বাচনের মমতার প্রতি মহিলাদের সমর্থন কতটা দৃঢ় তা বোঝা গেছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যত মমতাকে দিদি ও দিদি বলে আক্রমণ করেছেন ততবার মহিলা সমাজ নিজের পূর্ণ সমর্থন নিয়েই মমতার পাশে দাঁড়িয়েছেন। আজ সে নারীদের শ্রদ্ধা জানালেন মমতা। মমতা আরও বলেন, ‘‘নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় কোথাও কোথাও রিগিং হয়েছে। আমরা সব জানি। সব বুঝতে পেরেছি। আমরা আবার বলছি, নির্বাচন কমিশনের সংস্কার হওয়ার প্রয়োজন আছে।’’