News71.com
 International
 10 May 21, 12:06 AM
 343           
 0
 10 May 21, 12:06 AM

ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাক ভারতে কভিড রোগীদের অন্ধ করে দিচ্ছে।।

ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাক ভারতে কভিড রোগীদের অন্ধ করে দিচ্ছে।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মুম্বাইয়ে চোখের ডাক্তার ডা. অ্যখশে নায়ার গতকাল শনিবার ২৫ বছর বয়সী এক নারীর চোখে অস্ত্রোপচারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বিরল ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাকের সংক্রমণ খুবই মারাত্মক যা নাক, চোখ এবং কখনও কখনও মস্তিষ্কেও আক্রমণ করে। অন্য চিকিৎসকের কাজ শেষ হলে ডা. নায়ার ঐ রোগীর চোখে অস্ত্রোপচার শুরু করবেন। ঐ রোগীর ওপর তিন ঘন্টার অস্ত্রোপচার চালিয়ে তিনি তার চোখ কেটে বাদ দেবেন। ''জীবন বাঁচাতে তার চোখ আমাকে বাদ দিতে হবে। এই রোগ থেকে বাঁচার আর কোন উপায় নেই,'' জানান ডা. নায়ার।

 

ভারতে যখন কভিড-১৯ সংক্রমণের ভয়াবহ দ্বিতীয় ঢেউ কেড়ে নিচ্ছে বহু মানুষের জীবন, তছনছ করে দিচ্ছে জনজীবন, তখন ভারতের চিকিৎসকরা জানিয়েছেন গোদের ওপর বিষফোঁড়ার মত এখন ধরা পড়ছে কভিড থেকে আরোগ্যের পথে বা সুস্থ হয়ে ওঠাদের শরীরে বিরল এক সংক্রমণ- যার নাম "ব্ল্যাক ফাঙ্গাস'' বা বৈজ্ঞানিক নাম মিউকোরমাইকোসিস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন