News71.com
 International
 30 May 21, 01:13 PM
 368           
 0
 30 May 21, 01:13 PM

ভিয়েতনামে নতুন 'হাইব্রিড' করোনা শনাক্ত।।

ভিয়েতনামে নতুন 'হাইব্রিড' করোনা শনাক্ত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনামে নতুন এক ধরনের হাইব্রিড করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, করোনার ভারতীয় ও যুক্তরাজ্যের ধরন মিলে এটি তৈরি হয়েছে।

 

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামে শনাক্ত হওয়া এই হাইব্রিড করোনা খুবই দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং এটি বাতাসের মাধ্যমে ছড়াতে পারে বলেও বিশেষজ্ঞরা মনে করছেন। ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী এনগুয়েন থান লং এ ব্যাপারে বলেন, গতকাল শনিবার শনাক্ত হওয়া এই ধরন খুবই বিপজ্জনক।

 

ভাইরাস সবসময় রূপ বদলে ফেলে এবং বেশিরভাগ রূপগুলো অসংলগ্ন হয়। তবে কিছু কিছু ভাইরাস রূপ পাল্টে আরো সংক্রামক হয়ে উঠতে পারে। ২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে শনাক্ত হওয়া করোনা ভাইরাস এখন পর্যন্ত শত শত বার রূপ বদলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন