News71.com
 International
 11 Jun 21, 10:57 AM
 31           
 0
 11 Jun 21, 10:57 AM

মার্কিন প্রেসিডেন্টর ওপর সিকাডা পোকার আক্রমণ।।

মার্কিন প্রেসিডেন্টর ওপর সিকাডা পোকার আক্রমণ।।

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী ভেঙে কাকপক্ষীরও সাধ্য নেই মার্কিন প্রেসিডেন্টের কাছে যাওয়ার। এ নিরাপত্তা বেষ্টনীকে থোড়াই কেয়ার করলো সিকাডা নামের এক পতঙ্গ।  বুধবার (১০ জুন) প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ ভ্রমণের আগে জো বাইডেনকে বিরক্ত করে বসে এই পতঙ্গ। এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে বাইডেন জয়েন্ট বেস অ্যান্ড্রুজে পৌঁছান। সেখানে তিনি বিমানবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের সময় একটি সিকাডা তার ঘাড়ে বসে। সমস্ত সুরক্ষার বৃত্ত ভেঙে,  এই পতঙ্গটি বাইডেনের কাছে পৌঁছে গেছিল,  যদিও মার্কিন রাষ্ট্রপতি সেটিকে সরিয়ে ফেলে।

 

পরে জো বাইডেন উপস্থিত সাংবাদিকদের বলেন, আপনারা সিকাডা থেকে সাবধান থাকুন। একজন সবেমাত্র আমার ওপরে হামলা করেছে। মার্কিন রাষ্ট্রপতির ওই ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বাইডেনের প্রথম বিদেশ ভ্রমণে কয়েক ডজন সাংবাদিক তার সঙ্গে যুক্তরাজ্যে যাচ্ছিলেন। তবে সাংবাদিকদের চার্টার্ড বিমানটিও সিকাডা পতঙ্গের দ্বারা আক্রান্ত হয়েছিল এবং এর কারণে বিমানটি ২৪ ঘণ্টা পরে গন্তব্যে রওনা দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন