News71.com
 International
 24 Jul 21, 02:19 PM
 236           
 0
 24 Jul 21, 02:19 PM

করোনার উৎপত্তি॥ ডব্লিউএইচও’র তদন্ত আবেদন নাকচ করলো চীন

করোনার উৎপত্তি॥ ডব্লিউএইচও’র তদন্ত আবেদন নাকচ করলো চীন

আন্তর্জাতিক ডেস্কঃ চীন থেকেই করোনাভাইরাসের উৎপত্তি এই তত্ত্ব ঘিরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দ্বিতীয় দফার তদন্ত প্রস্তাবের আবেদন শুক্রবার (২৩ জুলাই) নাকচ করে দিয়েছে চীন। মহামারির শুরু থেকেই করোনার উৎপত্তি স্থল হিসেবে চীনের দিকেই আঙুল তুলে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর একাংশ। দাবি করা হচ্ছে চীনের উহানের এক গবেষণাগার থেকেই ছড়িয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এই নিয়ে প্রথম দফার তদন্ত শেষ করেছে ডব্লিউএইচও। চলতি মাসে দ্বিতীয় দফার তদন্তের প্রস্তাব পাঠানো হয় চীনের কাছে। যেখানে স্বচ্ছতার প্রশ্নে উহান শহরের গবেষণাগার এবং বাজারগুলি অডিট করার পরিকল্পনা ছিল ডব্লিউএইচওর। চীনের ন্যাশনাল হেল্থ কমিশনের উপমন্ত্রী জ়েং ইক্সিন বলেন, এ ধরনের পরিকল্পনা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। বিষয়টি কাণ্ডজ্ঞানহীন তো বটেই, বিজ্ঞানবিরোধীও। চীনের গবেষণাগারে নিয়ম লঙ্ঘনের জেরেই করোনাভাইরাস ‘লিক’ হয়েছে এবং বিশ্বে ছড়িয়ে পড়েছে— ডব্লিউএইচওর প্রস্তাবিত তদন্ত-পরিকল্পনার তালিকায় এই অনুমান দেখে অবাক হয়ে গেছেন বলে জানান উপমন্ত্রী জ়েং ইক্সিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন