News71.com
 International
 27 Jul 21, 11:11 PM
 274           
 0
 27 Jul 21, 11:11 PM

জিম্বাবুয়ে সফরের স্কোয়াডই খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষ॥বিসিবি’র প্রধান নির্বাচক নান্নু

জিম্বাবুয়ে সফরের স্কোয়াডই খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষ॥বিসিবি’র প্রধান নির্বাচক নান্নু

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট অস্ট্রেলিয়া কোয়ারেন্টাইন শর্ত মানায়, অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদাভাবে ঘোষণা করা হবে না দল। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা টি-টোয়েন্টির দলটাই খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মুশফিক-তামিম-লিটনের সঙ্গে বর্তমান এই দলটাকে নিয়েই বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছেন নির্বাচকরা। ওপেনিংয়ে সৌম্যের ফর্মের ফেরায় স্বস্তি আছে নান্নুর কণ্ঠে।কোভিডকালে ঘরের মাঠে তৃতীয় সিরিজ। তবুও অস্ট্রেলিয়া বলেই পরিকল্পনা, ব্যাপকতা আর ব্যপ্তিতে এসেছে পরিবর্তন। লকডাউনের সময়েও হোম অব ক্রিকেটে সাজসাজ রব। ইতোমধ্যে কোয়ারেন্টাইনে আছেন ৮৫ জন।

যে কোনো সিরিজের আগেই আলোচনা জল্পনা-কল্পনা থাকে সম্ভাব্য দল ঘোষণা নিয়ে। তবে এবার আর নেই সেই সুযোগ। ক্রিকেট অস্ট্রেলিয়ার কোয়ারেন্টাইনের শর্ত মানায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টির দলটাই অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলবে। মুশফিক-লিটনকে নিয়ে গুঞ্জন থাকলেও তাদের ফেরার সম্ভাবনা ক্ষীণ। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, 'দেখেন ক্রিকেট অস্ট্রেলিয়ার যে সিস্টেম আছে সেখানে দল দেওয়ার কোনো সুযোগ নেই। জিম্বাবুয়ের বিপক্ষেই দলটাই খেলবে এখানে। ওরা ২৯ তারিখ এসেই হোটেলে চেকইন করবে। ওই ১৭ জনই খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন