News71.com
 International
 17 Oct 21, 11:47 PM
 238           
 0
 17 Oct 21, 11:47 PM

তুরস্ককে এফ-১৬ যুদ্ধবিমান দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র॥  

তুরস্ককে এফ-১৬ যুদ্ধবিমান দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র॥   

আন্তর্জাতিক ডেস্কঃ এফ-৩৫ যুদ্ধবিমানের বিনিয়োগের বিনিময়ে এফ-১৬ বিক্রি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের পর এফ-৩৫ প্রকল্প থেকে তুরস্ককে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, ৪০টিলকহিড মার্টিন-নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান কিনতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে তুরস্ক। পাশাপাশি বিমান আধুনিকায়নের ৮০টি যন্ত্র চেয়েছে আংকারা। পশ্চিম আফ্রিকা সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, এফ-৩৫ যুদ্ধবিমান প্রকল্পে ফিরতে চাচ্ছে তুরস্ক। এ নিয়ে আলোচনা এগিয়ে চলছে। কারণে এই প্রকল্পে ইতিমধ্যে ১৪০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। সেই অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্র এখন এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করতে চাচ্ছে। তিনি বলেন, দেশের প্রতিরক্ষার প্রয়োজনে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে হচ্ছে, তা নিতে বলা হয়েছে। তবে নতুন এফ-১৬ যুদ্ধবিমান বিমান বহরকে সমৃদ্ধ করতে সহায়তা করবে। শতাধিক এফ-৩৫ যুদ্ধবিমানের ক্রয়াদেশ দিয়েছিল আংকারা, যা লকহিড মার্টিনের তৈরি। কিন্তু ২০১৯ সালে এই প্রকল্প থেকে তুরস্ককে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছে আংকারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন