News71.com
 International
 29 Nov 21, 07:03 PM
 39           
 0
 29 Nov 21, 07:03 PM

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে উদ্বিগ্ন ভারত॥

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে উদ্বিগ্ন ভারত॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ যথেষ্ট উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের অনেক টিকা এই প্রজাতিকে রোধ করতে অক্ষম হবে। যদিও এর সঠিক তথ্য এখনও প্রকাশ করা হয়নি। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় ওমিক্রন। তবে এই নতুন প্রজাতি উদ্বেগ বাড়িয়েছে ভারতকেও। ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের দিল্লি হয়ে মুম্বাইয়ে আসা এক ভারতীয় নাগরিকের শরীরে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে সেই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত কি না, তা এখনও প্রকাশ করা হয়নি। ওই ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

৩২ বছর বয়সী মুম্বাইয়ের বাসিন্দা ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে দিল্লি পৌঁছান। সেখানেই তার করোনা পরীক্ষা হয়। এরপর কানেকটিং ফ্লাইট ধরে মুম্বাই আসেন। জানা যায়, ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস রয়েছে। যদিও শনাক্ত হওয়া ব্যক্তির উপসর্গহীন। বাড়ি ফিরে প্রথমে হোম কোয়ারেন্টিন ছিলেন। পরে মুম্বাই পুরসভার পক্ষ থেকে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এমন তথ্য ভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন মুম্বাইয়ের ডোম্বিভলি পুরসভার প্রধান মেডিক্যাল কর্তা প্রতিভা পানপাতিল। ফলে ওই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ চলছে। পুরো বিষয়টি মুম্বাইয়ের এয়ারপোর্ট অথরিটিকেও জানানো হয়েছে বলে দাবি করেছেন পুরসভার স্বাস্থ্য কর্তাটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন