News71.com
 International
 01 Dec 21, 12:47 PM
 167           
 0
 01 Dec 21, 12:47 PM

ব্রিটেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে হামাস॥

ব্রিটেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে হামাস॥

আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করায় ব্রিটেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে হামাস। সম্প্রতি ফিলিস্তিনের এই প্রতিরোধকামী সংগঠনটিকে ব্রিটেন সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে এবং দেশটিতে কেউ প্রকাশ্যে এই সংগঠনকে সমর্থন করলে তাকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে। গত সোমবার হামাসের রাজনৈতিক শাখার সদস্য আবু মুসা মারজুক বলেন, ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত বাতিল করার জন্য তারা লন্ডনের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে কৌশল ঠিক করছেন। হামাসের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ফিলিস্তিনি শরণার্থী গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত একটি ওয়েবিনারে মারজুক বলেন, ‘ফিলিস্তিনিদের কণ্ঠস্বর উচ্চকিত করার জন্য আমরা সবকিছু করবো।’ তিনি বলেন, ‘ফিলিস্তিনি ইস্যুকে তুলে ধরতে এবং তাদের অধিকার পুনর্বহাল করার জন্য আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন