News71.com
 International
 15 Jan 22, 11:00 AM
 234           
 0
 15 Jan 22, 11:00 AM

দুবাই বিমানবন্দরে একই রানওয়েতে ২ বিমান॥ ভাগ্যক্রমে বাঁচলেন কয়েকশত যাত্রী

দুবাই বিমানবন্দরে একই রানওয়েতে ২ বিমান॥ ভাগ্যক্রমে বাঁচলেন কয়েকশত যাত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ দুবাই বিমানবন্দর থেকে ওড়ার সময় একই রানওয়েতে ভারতগামী দু’টি বিমানের মধ্যে বড় দুর্ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হয়। তবে শেষ পর্যন্ত অবশ্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। আর এতে অল্পের জন্য বাঁচেন শতাধিক যাত্রী। রোববার (৯ জানুয়ারি) দুবাই বিমানবন্দরে এ ঘটনা ঘটে। একই রানওয়েতে কী করে ৫ মিনিটের ব্যবধানে দু’টি বিমান পর পর চলে এলো তার উত্তর খুঁজতে অভ্যন্তরীণ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, ৯ জানুয়ারি স্থানীয় সময় রাত ৯.৪৫ দুবাই থেকে হায়দ্রাবাদের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫২৪ বিমানের। প্রায় একই সময় এমিরেটস এয়ারলাইসের ইকে-৫৬৮ বিমানের দুবাই থেকে বেঙ্গালুরু রওয়ানা দেওয়ার কথা ছিল। কিন্তু ভুলবশত দু'টি বিমানই একই রানওয়েতে চলে আসে। যদিও এমিরেটসের সময় অনুযায়ী ওই দুই বিমানের উড্ডয়নের মধ্যে সময়ের ব্যবধান ছিল পাঁচ মিনিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন