News71.com
 International
 17 Jan 22, 10:18 PM
 196           
 0
 17 Jan 22, 10:18 PM

আবু ধাবিতে হুথিদের ড্রোন হামলা॥

আবু ধাবিতে হুথিদের ড্রোন হামলা॥


আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের মুখপাত্র বলেছেন, দেশটির গভীরে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ এই ড্রোন হামলা। উপসাগরীয় রাষ্ট্রটির কর্তৃপক্ষ রাজধানী আবু ধাবিতে দুটি অগ্নিকাণ্ডের খবর জানানোর পর হুথিরা দাবি করে, ড্রোন হামলা থেকেই ওই আগুন লেগেছে।

আবু ধাবি পুলিশ জানিয়েছে, তেল সংস্থা এডিএনওসির স্টোরেজ সুবিধার কাছে মুসাফা শিল্প এলাকায় তিনটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে এবং আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নির্মাণ স্থলে আগুন লাগে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডাব্লিউএএমের এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে একটি ছোট বিমানের কিছু অংশ পাওয়া গেছে যা সম্ভবত ড্রোন। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ঘটনায় কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি এবং পূর্ণ তদন্ত শুরু করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন