আন্তর্জাতিক ডেস্কঃ খাদ্য নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে ভারত হঠাৎ করেই গমের রপ্তানি নিষিদ্ধ করেছে। দেশটি এমন সময়ে এ সিদ্ধান্ত নিয়েছে যখন, ইউক্রেনে রুশ হামলা এবং প্রচণ্ড তাপপ্রবাহের কারণে গমের উৎপাদন কমে অভ্যন্তরীণ দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এদিকে ভারতের এমন সিদ্ধান্তে শিল্পোন্নত দেশগুলির সংগঠন জি-৭ নিন্দা জানিয়েছে। শনিবার (১৪ মে) দেশগুলির কৃষিমন্ত্রীরা এক বিবৃতিতে ভারতের এমন সিদ্ধান্তে নিন্দা জানান।
স্টুটগার্টে এক সংবাদ সম্মেলনে জার্মানির কৃষিমন্ত্রী সেম ওজদেমির বলেন, যদি সবাই রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ বা বাজার বন্ধ করতে শুরু করে, তাহলে তা সংকটকে আরও খারাপ করবে।' তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা ভারতকে জি-২০ এর সদস্য হিসেবে সংকট মোকাবিলায় দায়িত্ব নেওয়ার আহ্বান জানাই। যদিও ভারত বিশ্বের শীর্ষস্থানীয় গম রপ্তানিকারক দেশ নয়, তবুও ভারতের গম রপ্তানি বন্ধের সিদ্ধান্তে বিশ্বব্যাপী এর দাম আরও বাড়তে পারে। যা এশিয়া এবং আফ্রিকার দরিদ্র ভোক্তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলতে পারে।
খবরঃআল-জাজিরা