আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো ও যুক্তরাষ্ট্র বলছে, তারা নিশ্চিত যে ন্যাটোর সদস্য হতে ফিনল্যান্ড ও সুইডেনের বাধা দেবে না তুরস্ক। তবে আঙ্কারা এ বিষয়ে আপত্তি প্রকাশ করেছে। খবর আল জাজিরার।
রোববার (১৫ মে) বার্লিনে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তুরস্ক দাবি করে, দুই নর্ডিক দেশ তাদের ভূখণ্ডে কুর্দি জঙ্গি গোষ্ঠীগুলোর সমর্থন বন্ধ করতে হবে এবং তুরস্কের কাছে কিছু অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে তুরস্ক যে উদ্বেগ প্রকাশ করেছে তা আমরা এমনভাবে সমাধান করতে সক্ষম হব যাতে দেশ দুটির সদস্যপদ বিলম্বিত না হয়।