News71.com
 International
 22 Jun 22, 12:06 PM
 1109           
 0
 22 Jun 22, 12:06 PM

বন্যা-ভূমিধসে বিপর্যস্ত আসামে মৃত্যু বেড়ে ৮৯।।

বন্যা-ভূমিধসে বিপর্যস্ত আসামে মৃত্যু বেড়ে ৮৯।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ বন্যায় নাকাল ভারতের আসাম। মঙ্গলবার (২১ জুন) একদিনেই রাজ্যটিতে মারা গেছেন আরও অন্তত সাতজন। এ নিয়ে আসামে চলমান বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে।বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। তবে বন্যায় কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। চারদিকে শুধু পানি আর পানি। ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নাকাল ভারতের আসাম। দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। এর মধ্যেই বন্যাকবলিত এলাকা থেকে মঙ্গলবার আরও বেশ অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

চলমান এ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন আসামের মোট ৩৫টি জেলার মধ্যে ৩২ জেলার অন্তত ৫৫ লাখ বাসিন্দা। প্লাবিত হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার গ্রাম। পানিতে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, ভেসে গেছে গবাদিপশু, নষ্ট হয়েছে ফসল।  জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন রাস্তায় ঠাঁই নিয়েছেন লাখো মানুষ। ভয়াবহ এই পরিস্থিতিতেও সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য না পাওয়ার অভিযোগ করেছেন তারা। তবে এরই মধ্যে বন্যার পানিতে আটকেপড়াদের উদ্ধারে মাঠে নেমেছে ভারতীয় সেনাবাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন