News71.com
 International
 27 Jun 22, 11:56 AM
 1153           
 0
 27 Jun 22, 11:56 AM

রাশিয়ার ওপর কেন নিষেধাজ্ঞা দেয়নি তুরস্ক।।

রাশিয়ার ওপর কেন নিষেধাজ্ঞা দেয়নি তুরস্ক।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে তুরস্ক পশ্চিমা নেতৃত্ব অনুসরণ করে না। কারণ, তুরস্ক বাস্তববাদী অর্থনৈতিক বিবেচনা ও ‘ভারসাম্যের নীতি’ অনুসরণ করে।তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন হাবার্টর্ক টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। খবর আরটির কালিন বলেছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আঙ্কারা ‘ভারসাম্যের নীতি’ অনুসরণ করছে।

তিনি বলেন, ‘যেহেতু আমরা জ্বালানির জন্য বিদেশি উৎসের ওপর নির্ভরশীল, তাই আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করি। যেমন করে ইরানের সঙ্গেও করা হয়েছিল।’ কালিন বলেন, ‘শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গেও তুরস্কের ভালো সম্পর্ক রয়েছে।’সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, ‘ইউক্রেন যুদ্ধের পর আমরা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করিনি। অবশ্যই, আমাদের দেশের স্বার্থ রক্ষা করতে হবে।’ কালিনের মতে, মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে রাশিয়ার চেয়ে তুরস্কের অর্থনীতি বেশি ক্ষতি হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন