News71.com
 International
 02 Jul 22, 12:58 PM
 1673           
 0
 02 Jul 22, 12:58 PM

ইরানে ভূমিকম্পে নিহত ৩।।কাঁপলো আরও ৭ দেশ

ইরানে ভূমিকম্পে নিহত ৩।।কাঁপলো আরও ৭ দেশ

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার ভোরে দক্ষিণ ইরানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত তিনজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন, রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। স্থানীয় সময় শনিবার (২ জুলাই) ভোররাতে দেশটির হরমোজগান প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএসসি) জানিয়েছে, হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস শহরের ১০০ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণ-পশ্চিমে ৬.০ মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্র কয়েক মিনিট আগে ৫.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

স্থানীয়  গ্রাম ইসলামিক কাউন্সিলের একজন সদস্যের বরাত দিয়ে ইরনা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে সায়েহ খোশ গ্রামে তিনজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গত বছরের নভেম্বরে একই প্রদেশে ৬.৪ এবং ৬.৩ মাত্রার দুটি ভূমিকম্পে একজন নিহত হয়েছিল। ভূ-অবস্থানগত কারণেই একটি ভূমিকম্প প্রবণ দেশ ইরান। দেশটি বেশ কয়েকটি টেকটোনিক প্লেটের প্রান্তে অবস্থিত এবং বিভিন্ন ফল্ট লাইন এরনিচ দিয়ে অতিক্রম করেছে।

খবর: এনডিটিভি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন