News71.com
 International
 05 Aug 22, 12:23 PM
 291           
 0
 05 Aug 22, 12:23 PM

থাইল্যান্ডের নাইট ক্লাবে আগুনে॥ মৃত ১৩ গুরুতর আহত ৪০  

থাইল্যান্ডের নাইট ক্লাবে আগুনে॥ মৃত ১৩ গুরুতর আহত ৪০   

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে ৪০ জন। তবে গতকাল কিভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। জানাগেছে বৃহস্পতিবার রাতে দেশটির চোনবুরি প্রদেশের মাউন্টেন বি নাইট ক্লাবে তখন চলছিল উদ্দাম নৃত্য, ও হইহল্লা। তারই মাঝে আচমকাই আগুনের হলকা। ভয়ঙ্কর আগুনে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। আর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও অন্তত ৪০ জন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টা নাগাদ আচমকাই মাউন্টেন বি নাইট ক্লাবে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে।

চোনবুরির পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই বলেন, ‘‘রাত একটা নাগাদ আমাদের কাছে আগুন লাগার খবর আসে। দ্রুত সেখানে পৌঁছই। কী ভাবে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। এখনও পর্যন্ত যা খবর পেয়েছি, মৃত ও আহতরা সকলেই তাইল্যান্ডের বাসিন্দা। বাইরের কেউ ছিলেন না।’’ একটি সূত্রের দাবি, আগুন লাগার সময় নাইট ক্লাবে অন্তত ৮০ জন উপস্থিত ছিলেন। আগুনের তাণ্ডবের মধ্যেও কয়েক জন সুরক্ষিত ভাবে বেরিয়ে আসতে পেরেছিলেন। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন