News71.com
 International
 06 Aug 22, 02:23 PM
 79           
 0
 06 Aug 22, 02:23 PM

হোয়াইট হাউজের পাশে বজ্রপাতে তিনজনের মৃত্যু।।

হোয়াইট হাউজের পাশে বজ্রপাতে তিনজনের মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ হোয়াইট হাউজের পাশে বজ্রপাতের ঘটনায় আহত চারজনের তিনজন মারা গেছেন। নিহতদের দুইজন উইসকনসিনের বাসিন্দা। তারা বিবাহবার্ষিকী পালন করতে এসেছিলেন। বৃহস্পতিবার এবিসি নিউজ বিষয়টি নিশ্চিত করেছে। তৃতীয় মৃত ব্যক্তি ২৯ বছর বয়সী।

৭৬ বছর বয়সী জেমস মুলার এবং ৭৫ বছর ডনা মুলার উইসকনসিনের জেনসভিলে থাকতেন। তারা দুজনেই লাফায়েত পার্কের দুর্ঘটনায় মারা যান। এর আগে হোয়াইট হাউজের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বৃহস্পতিবার (৪ আগস্ট) বজ্রপাতে ৪ জন গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এর ভেতর তিনজনই মারা গেলেন। বাকি আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।  বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রবল বজ্রবৃষ্টি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন