News71.com
 International
 06 Aug 22, 02:42 PM
 239           
 0
 06 Aug 22, 02:42 PM

রাশিয়ায় নাগরিকদের ঘরে থাকার নির্দেশনা।।

রাশিয়ায় নাগরিকদের ঘরে থাকার নির্দেশনা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ দাবদাহের কবলে পড়েছে রাশিয়া। শুক্রবার (৫ আগস্ট) দেশটির তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। অসহ্য গরমে হিটস্ট্রোক থেকে বাঁচতে প্রচুর পানি পান করাসহ ঘরে থাকার নির্দেশনা দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

প্রচণ্ড গরম থেকে একটু স্বস্তি দিতে এভাবেই গাড়ির সাহায্যে ছিটানো হচ্ছে পানি। শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোতে দেখা যায় এই চিত্র। কেউ কেউ আবার তীব্র গরম সহ্য করতে না পেরে নেমে পড়েছেন সমুদ্রে।  টানা কয়েকদিনের গরমে অতিষ্ঠ মস্কোর সাধারণ মানুষ। এরই মধ্যে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। ভয়াবহ এই দাবদাহে তাই মানুষ স্বস্তির খোঁজে ছুটছেন পানির ধারে। কেউ কেউ তৃষ্ণা মেটাতে ভিড় করছেন জুস বা আইসক্রিমের দোকানে। তাপমাত্রা বেড়েই চলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন