News71.com
 International
 19 Aug 22, 01:59 PM
 110           
 0
 19 Aug 22, 01:59 PM

যুক্তরাষ্ট্র নাগরিকত্ব চান শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে॥

যুক্তরাষ্ট্র নাগরিকত্ব চান শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে॥

আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র জনরোষ ও আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাস করতে চান। গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কাভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, গোতাবায়া যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার সব প্রক্রিয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করছেন। সেখানে স্ত্রী ও ছেলেসহ বসবাস করতে চান তিনি। অবশ্য গোতাবায়া সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে সেখানেই বসবাস করছিলেন। পরে তার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে ২০০৫ সালে ক্ষমতায় আরোহণের পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করেন গোতাবায়া। তারপর মাহিন্দা রাজাপাকসে সরকারে যোগদান করেন।

যদিও বর্তমানে গোতাবায়ার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক। মূলত স্ত্রীর কারণে গোতাবায়া গ্রিন কার্ডের অনুমতি পেতে পারেন। গত মাস থেকেই যুক্তরাষ্ট্রে রাজাপাকসের আইনজীবী তার গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়ার কাজ শুরু করেছেন। বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে স্ত্রীসহ অবস্থান করছেন গোতাবায়া। শুরুতে সেখানে নভেম্বর মাস পর্যন্ত তার থাকার পরিকল্পনা ছিল। কিন্তু তা বাতিল করে আগামী ২৫ আগস্ট নিজ দেশে ফেরত আসবেন তিনি। শ্রীলঙ্কার প্রচলিত আইন অনুসারে সাবেক প্রেসিডেন্টকে নিরাপত্তা সংবলিত একটি উপযুক্ত বাড়িসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার জন্য দেশটির নতুন মন্ত্রিসভা খুব শিগগিরই বৈঠক করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন