News71.com
 International
 24 Sep 22, 03:10 PM
 1175           
 0
 24 Sep 22, 03:10 PM

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পছন্দ নয় চীনের ।।

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পছন্দ নয় চীনের ।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীন অভিযোগ করেছে, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ভুল ও ভয়ংকর বার্তা দিচ্ছে।  ওয়াশিংটনের তাইওয়ানে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই বলেও দাবি করেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যকার ৯০ মিনিটের বৈঠকে চীন তার অভিযোগের কথা সরাসরি জানিয়েছে। শুক্রবার জাতিসংঘের বৈঠকের ফাঁকে তারা এই আলোচনা করেন।  এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘অ্যান্টনি ব্লিঙ্কেন এটা পরিষ্কার করেছেন যে আমাদের দীর্ঘদিনের এক-চায়না নীতিতে কোনো পরিবর্তন আসেনি। ওই প্রণালীতে (তাইওয়ান) শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যেটা খুবই গুরুত্বপূর্ণ।’ আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, ওয়াশিংটন খুব ভুল ও ভয়ংকর বার্তা তাইওয়ানে পাঠাচ্ছে এবং তাইওয়ানের স্বাধীনতা কার্যক্রমকে আরও তরান্বিত করছে। আর এতে শান্তিপূর্ণ মীমাংসার সম্ভাবনা আরও কমছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘তাইওয়ান ইস্যু সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ ঘটনা এবং এই তরিকায় যুক্তরাষ্ট্রের তাতে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন