News71.com
 International
 25 Sep 22, 02:28 PM
 1261           
 0
 25 Sep 22, 02:28 PM

যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার মহড়ার আগে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উ. কোরিয়া।। 

যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার মহড়ার আগে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উ. কোরিয়া।। 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া। রোববার (২৫ সেপ্টেম্বর) দেশটির তার পূর্ব উপকূলে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। গত জুনের পর এবারই প্রথম এই ধরনের কোনো ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ বিস্তারিত না জানিয়ে রোববার বলেন, উত্তর কোরিয়া একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।   এর আগে শুক্রবার দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে যৌথ মহড়ায় অংশ নিতে পারমাণবিক শক্তিচালিত মার্কিন রণতরী ইউএসএস রোনাল্ড রিগান দক্ষিণ কোরিয়ার দক্ষিণের বন্দর শহর বুসানে নোঙর করে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর মতে এই মহড়া ‘কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে’ অনুষ্ঠিত হবে। এদিকে জাপানের কোস্টগার্ডের পক্ষ থেকে উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের ঘটনা নিশ্চিত করা হয়েছে।  যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার অন্যতম মিত্র দেশ।উত্তর কোরিয়ার থেকে নিরাপদে রাখার জন্য দক্ষিণ কোরিয়ায় প্রায় সাড়ে ২৮ হাজার সেনা রয়েছে যুক্তরাষ্ট্রের। এই দুই দেশ দীর্ঘ সময় ধরে যৌথ সেনা মহড়া চালিয়ে আসছে।  সূত্র: এনডিটিভি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন