News71.com
 International
 25 Sep 22, 02:30 PM
 1142           
 0
 25 Sep 22, 02:30 PM

চীনের সঙ্গে আগের সম্পর্কে ফিরতে চান জেলেনস্কি।।

চীনের সঙ্গে আগের সম্পর্কে ফিরতে চান জেলেনস্কি।।

আন্তর্জাতিক ডেস্কঃ রুশ অভিযানের ব্যাপারে চীনের অবস্থান অস্পষ্ট হলেও দেশটির সঙ্গে ফের সম্পর্ক স্থাপন করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (২৪ সেপ্টেম্বর) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।জেলেনস্কি বলেন, রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার আগে চীনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। তাছাড়া দেশটির সঙ্গে অনেক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাও ছিল। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এরপরই ইউক্রেনের প্রেসিডেন্টের কাছ থেকে এমন মন্তব্য এলো। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, কুলেবাকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেছেন, সব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে। সমস্ত দেশের বৈধ নিরাপত্তা উদ্বেগকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য সহায়ক সব প্রচেষ্টাকে সমর্থন করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তাইওয়ানকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। ব্লিনকেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের ফাঁকে নিউইর্য়কে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে ৯০ মিনিট ধরে আলোচনা করেন। তিনি এ আলোচনাকে ‘অমায়িক’ হিসেবে অভিহিত করেন এবং আলোচনায় তাইওয়ানের প্রসঙ্গ গুরুত্ব পায় বলে উল্লেখ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন