News71.com
 International
 30 Nov 22, 11:00 PM
 128           
 0
 30 Nov 22, 11:00 PM

গোপনে ৫ মন্ত্রণালয় চালিয়ে বিপাকে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী।।

গোপনে ৫ মন্ত্রণালয় চালিয়ে বিপাকে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী।।

আন্তর্জাতিক ডেস্কঃ গোপনে পাঁচ মন্ত্রণালয় চালিয়ে বিপাকে পড়েছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন। তাকে ক্ষমা চাইতে বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি।  করোনার সময় ২০২০ সাল থেকে ২০২১ সালের মাঝামাঝি পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের না জানিয়ে ওই ৫ মন্ত্রণালয় চালান মরিসন। মন্ত্রণালয়গুলো হলো- স্বাস্থ্য, অর্থ, সম্পদ, স্বরাষ্ট্র ও রাজস্ব। আগস্ট মাসে ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় নতুন প্রকাশিত একটি বইয়ের সারাংশ প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে৷বুধবার (৩০ নভেম্বর) অস্ট্রেলিয়ার সংসদে মরিসনের সমালোচনা করা হয়৷ এ বিষয়ে আনীত প্রস্তাব ৮৬-৫০ ভোটে পাস হয়৷ মরিসনের কর্মকাণ্ড অস্ট্রেলিয়ার গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা নষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করা হয়৷ মরিসন হলেন অস্ট্রেলিয়ার প্রথম প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে সংসদে সমালোচনা প্রস্তাব পাস হলো৷ করোনার সময় মরিসন সীমান্তে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন৷ গত মে মাসে নির্বাচনে মরিসনের জোটকে হারায় অ্যালবানিজির দল৷ সংসদে ভোটের আগে মরিসন বলেন, আজ যারা আমার বিরুদ্ধে ভোট দেওয়ার কথা ভাবছেন তাদের আমি একটি বিষয়ট বিবেচনায় নেয়ার অনুরোধ করছি, আপনারা কি কখনও এমন কোনো পরিস্থিতি নিয়ে কাজ করেছেন যার ভবিষ্যত সম্পূর্ণ অজানা ছিল৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন