News71.com
 International
 25 Jan 23, 08:47 AM
 125           
 0
 25 Jan 23, 08:47 AM

রাশিয়ার ‘যথেষ্ট’ অস্ত্র আছে।। মেদভেদেভ

রাশিয়ার ‘যথেষ্ট’ অস্ত্র আছে।। মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে ‘রাশিয়ার মিসাইল ও কামান কমছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মস্কোর ভান্ডারে যথেষ্ট অস্ত্র রয়েছে।  মঙ্গলবার এই খবর জানিয়েছে আল জাজিরা। মস্কোর প্রায় হাজার কিলোমিটার পশ্চিমে ইঝেভস্কে কালাশনিকভ কারখানা পরিদর্শনকালে তিনি বলেন, আমাদের প্রতিপক্ষরা পর্যবেক্ষণ করছে। তারা সময় সময় বিবৃতি দিচ্ছে যে, আমাদের এই নেই, সেই নেই। তিনি বলেন, আমি তাদের হতাশ করতে চাই। সবকিছুর জন্য আমাদের যথেষ্ট আছে। টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, মেদভেদেভ অ্যাসল্ট রাইফেলস, কামানের শেল, মিসাইল ও ড্রোন পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। ইউক্রেন ও পশ্চিমা সামরিক কর্মকর্তারা বলেন, ইউক্রেনে ১১ মাস আগে শুরু হওয়া আগ্রাসনে রাশিয়া হাজারো মিসাইল ও কামান ব্যবহার করেছে। এখন রাশিয়া অস্ত্রের ঘাটতিতে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন