News71.com
 International
 11 Mar 23, 08:19 PM
 83           
 0
 11 Mar 23, 08:19 PM

চীনের প্রধানমন্ত্রী পদে মনোনয়ন পেলেন লি কিয়াং।।

চীনের প্রধানমন্ত্রী পদে মনোনয়ন পেলেন লি কিয়াং।।

আন্তর্জাতিক ডেস্ক: চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) প্রধানমন্ত্রী হিসেবে শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী লি কিয়াংকে মনোনয়ন দিয়েছে। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি ও আল জাজিরা।চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান কিয়াং বর্তমান প্রধানমন্ত্রী লি কুকিয়াংয়ের জায়গায় বসবেন।

 

সোমবার শেষ হতে যাওয়া এনপিসির অধিবেশনেই কুকিয়াং অবসরে যাচ্ছেন। তিনি দুই মেয়াদে ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট শি জিনপিং যখন চীনের পূর্বাঞ্চলীয় জেজিয়াং প্রদেশ কমিউনিস্ট পার্টির মহাসচিব ছিলেন, তখন ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত লি কিয়াং তার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল শুক্রবার চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদ নিশ্চিত করেছেন শি জিনপিং। গত বছর অক্টোবরে দেশটির ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির প্রধান হন শি। তখন তিনি আরও পাঁচ বছরের জন্য দলের সাধারণ সম্পাদকের পদ পান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন