News71.com
 International
 12 Mar 23, 12:33 PM
 104           
 0
 12 Mar 23, 12:33 PM

ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ ইসরায়েলে।।

ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ ইসরায়েলে।।

আন্তর্জাতিক ডেস্কঃ নেতানিয়াহুর বিচার ব্যবস্থা সংস্কার পরিকল্পনার প্রতিবাদে ১০ সপ্তাহ ধরে ইসরায়েলজুড়ে বিক্ষোভ চলছে। দেশটির কয়েক লাখ মানুষ এ বিক্ষোভে অংশ নিয়েছে। অনেকের মতে, ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ। বিবিসি জানিয়েছে, হাইফার মতো শহরে রেকর্ড সংখ্যক বিক্ষোভকারী দেখা গেছে। অন্যদিকে তেল আবিবের রাস্তায় নেমেছে দুই লাখেরও বেশি মানুষ।

 

বিক্ষোভের সমন্বয়কারীরা জানিয়েছেন, প্রায় পাঁচ লাখ গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী শনিবার দেশব্যাপী রাস্তায় নেমেছিলেন। এই প্রতিবাদ কর্মসূচিকে ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ ‘দেশের ইতিহাসে বৃহত্তম বিক্ষোভ’ বলে উল্লেখ করেছে। এদিকে, সমালোচকরা বলছেন, এই সংস্কার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে। যদিও বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বলছে, পরিকল্পিত পরিবর্তন ভোটারদের জন্য ভালো। বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ের শেভাতে দেওয়া এক বক্তৃতায় বলেছেন, ‘দেশটি ইতিহাসের সবচেয়ে বড় সংকটের’ মুখোমুখি হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন