News71.com
 International
 23 Mar 23, 03:17 PM
 89           
 0
 23 Mar 23, 03:17 PM

আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের বেআইনি হত্যার অভিযোগে তদন্ত শুরু।।

আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের বেআইনি হত্যার অভিযোগে তদন্ত শুরু।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে ব্রিটিশ সেনা সদস্যদের হাতে কথিত বেআইনি হত্যাকাণ্ডের বিষয়ে ব্রিটেনে এক তদন্ত শুরু হয়েছে। তদন্ত কমিটির প্রধান লর্ড জাস্টিস হ্যাডন-কেভ বলেছেন, ‘সামরিক বাহিনী ও দেশের সুনাম রক্ষার’ জন্য এ তদন্ত খুব গুরুত্বপূর্ণ। তিনি ব্রিটিশ সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগগুলোকে ‘অত্যন্ত গুরুতর’ বলে বর্ণনা করেছেন।

 

২০১০ সালের মাঝামাঝি থেকে ২০১৩ সালের মাঝামাঝি সময়ে আফগানিস্তানে মোতায়েন ব্রিটিশ স্পেশাল ফোর্সেস (কমান্ডো) বাহিনীর পরিচালিত রাতের অভিযানগুলোর বিষয়ে এ তদন্তে অনুসন্ধান চালানো হবে। আইন বহির্ভূত হত্যা ও সেগুলোকে পরবর্তীকালে ধামাচাপা দেওয়া– দুটি অভিযোগই এ তদন্ত কমিটি খতিয়ে দেখবে। বুধবার (২২ মার্চ) থেকে এ তদন্তের কাজ শুরু হয়েছে। লর্ড জাস্টিস হ্যাডন-কেভ এ বিষয়ে প্রাসঙ্গিক তথ্যসহ এগিয়ে আসার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন