News71.com
 International
 24 Mar 23, 03:03 PM
 92           
 0
 24 Mar 23, 03:03 PM

পাকিস্তানে বিনামূল্যের আটা আনতে গিয়ে পদদলিত।।নিহত ১

পাকিস্তানে বিনামূল্যের আটা আনতে গিয়ে পদদলিত।।নিহত ১

আন্তর্জাতিক ডেস্কঃ বিনামূল্যে আটা বিতরণের সময় পাকিস্তানে পদদলিত হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও আটজন। পবিত্র রমজান মাসের প্রথম দিন বৃহস্পতিবার (২৩ মার্চ) এ ঘটনা ঘটেছে। দেশটির প্রাদেশিক পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবারপাখতুনখোয়া প্রদেশের চরসাদ্দার পুলিশ প্রধান মুহাম্মদ আরিফ বলেছেন, ‘৯ জন পদদলিত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে একজন মারা যান।’ এই পুলিশ কর্মকর্তা জানান, রমজানে পাকিস্তানের সরকার শত শত বিতরণ পয়েন্টে বিনামূল্যে আটা বিতরণ করছে। তার একটিতেই এ ঘটনা ঘটেছে। স্থানীয় ও  বাজারটিতে শত শত লোক জড়ো হয়েছিল। সারা দেশে লক্ষাধিক নিম্ন আয়ের পরিবার এই প্রকল্পের আওতায় নিবন্ধিত। এ ছাড়াও নিকটবর্তী একটি জেলায় বিনামূল্যের আটার জন্য ভিড় জমানোর সময় একটি দেওয়াল ধসে পড়ে। সে ঘটনায় একজন মারা যায় এবং চারজন আহত হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এএফপিকে জানিয়েছে, কেন দেয়ালটি ধসে পড়েছে তা স্পষ্ট নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন