আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ দাবানলে পুড়ছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের বনাঞ্চল। দ্রুত ছড়িয়ে পড়া এ আগুনে এরইমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় আড়াই লাখ হেক্টর বনভূমি। খবর ডয়চে ভেলের। প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দিন ধরে জ্বলতে থাকা ভয়াবহ এ দাবানল ছড়িয়ে পড়েছে প্রদেশটির ডোনি ক্রিক অঞ্চলের প্রায় ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে।
কর্তৃপক্ষ জানায়, রোববার (৪ জুন) পর্যন্ত ব্রিটিশ কলাম্বিয়ার ৬৭টি এলাকায় দাবানল সৃষ্টি হয়েছে। এরমধ্যে একদিনেই নতুন করে আগুন লেগেছে ১১টি এলাকায়।দাবানল নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কয়েক হাজার দমকলকর্মী। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে অগ্নিনির্বাপক হেলিকপ্টার। তবে এখনও বেশিরভাগ অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে বলে জানান তারা।