News71.com
 International
 18 Jul 23, 05:52 PM
 140           
 0
 18 Jul 23, 05:52 PM

দাবানলে পুড়ছে গ্রিস ।। সরিয়ে নেয়া হয়েছে সহস্রাধিক বাসিন্দাকে

দাবানলে পুড়ছে গ্রিস ।।  সরিয়ে নেয়া হয়েছে সহস্রাধিক বাসিন্দাকে

আন্তর্জাতিক ডেস্কঃ  ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস। দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে আগুন। তবে দাবানলের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি রাজধানী এথেন্সে। দাবানলের কারণে দেশটির বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৭ জুলাই) গ্রিসের রাজধানী এথেন্সের আশপাশের বিভিন্ন শহরসহ অর্ধশতাধিক জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মকালের উষ্ণ আবহাওয়ার সঙ্গে যোগ হয়েছে তীব্র বাতাস। এতে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে আর এর নিয়ন্ত্রণও কঠিন হয়ে যাচ্ছে। এ বিষয়ে দেশটির ফায়ার সার্ভিসের মুখপাত্র আইওয়ানিস আর্টোপিওস বলেন, ‘তীব্র বাতাস বইছে। আগুনের ধোঁয়া এবং বাতাস মিলে কঠিন পরিস্থিতি তৈরি করেছে। এতে আমরা বিমানের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে ঠিকভাবে কাজ করতে পারছি না। এরপরও সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন