News71.com
 International
 12 Sep 23, 12:15 AM
 27           
 0
 12 Sep 23, 12:15 AM

ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলে গর্ববোধ করব॥ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলে গর্ববোধ করব॥ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ জি২০ বৈঠকে যোগ দিতে দিল্লি এসেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। রোববার তিনি সাংবাদ সম্মেলনও করেছেন। এখানে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হওয়া প্রসঙ্গে ইতিবাচক মন্তব্য করেছেন। এরদোয়ানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হওয়ার বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ভারতের মতো দেশ যদি নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হতে পারে, তাহলে আমি গর্ববোধ করব। আপনারা জানেন যে, বিশ্ব পাঁচটা দেশের তুলনায় অনেক বড় ও ব্যাপক।’পাঁচ দেশ বলতে এরদোয়ান এখানে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী দেশের কথা বলেছেন। জি২০ শীর্ষবৈঠকে এসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও জানিয়েছেন, জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতের দাবি তিনি সমর্থন করেন।

 

এরদোয়ান বলেছেন, ‘পাঁচটি স্থায়ী সদস্য দেশের বাইরে থাকা বাকি সব দেশ যাতে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে পারে, তার জন্য রোটেশন পদ্ধতি চালু করা উচিত। তাহলে সকলের সামনেই সুযোগ আসবে।’তার ব্যাখ্যা, ‘নিরাপত্তা পরিষদ মানে তো শুধু অ্যামেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য নয়, তার বাইরের সব দেশকে গুরুত্ব দিতে হবে।’ এরদোয়ান জানিয়েছেন, ‘দক্ষিণ এশিয়ায় ভারত হলো তুরস্কের সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী। দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর অনেক সুযোগ ও সম্ভাবনা আছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন