News71.com
 International
 13 Sep 23, 12:21 AM
 13           
 0
 13 Sep 23, 12:21 AM

আরও এক কর ফাঁকির মামলায় খালাস পেলেন ফিলিপাইনের নোবেলজয়ী মারিয়া॥

আরও এক কর ফাঁকির মামলায় খালাস পেলেন ফিলিপাইনের নোবেলজয়ী মারিয়া॥

 

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা কর ফাঁকির আরও মামলায় খালাস পেয়েছেন। এ নিয়ে কর ফাঁকির পাঁচ মামলার শেষটিতে খালাস পেলেন শান্তিতে নোবেলজয়ী মারিয়া রেসা।পাঁচটি মামলার সবগুলোই দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের আমলে করা হয়েছিল। মারিয়া রেসার এই খালাসের রায়কে সংবাদপত্রের স্বাধীনতার জন্য বিজয় হিসেবে আখ্যায়িত করে স্বাগত জানানো হচ্ছে। দেশটির রাজধানী ম্যানিলার আদালতের বাইরে জড়ো হওয়া সাংবাদিকদের মারিয়া রেসা বলেন, ‘আপনাদের বিশ্বাস থাকতে হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন