News71.com
 International
 13 Sep 23, 11:26 AM
 19           
 0
 13 Sep 23, 11:26 AM

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আজ ইউরোপী ইউনিয়ন পার্লামেন্টে আলোচনা॥

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আজ ইউরোপী ইউনিয়ন পার্লামেন্টে আলোচনা॥

 

 

আন্তর্জাতিক ডেস্ক: মানবাধিকার, গুম, লুট, বিনা বিচারে হত্যা, নিরপেক্ষ নির্বাচন নিয়ে বাংলাদেশ বিষয়ক এজেন্ডা স্থান পাচ্ছে ইউরোপী ইউনিয়ন পার্লামেন্টে। আজ বুধবার  এ সংক্রান্ত প্রস্তাব পার্লামেন্টের নির্ধারিত এজেন্ডায় স্থান পেয়েছে। নির্ধারিত ডিবেটের শিরোনাম রয়েছে-  ‘হিউম্যান রাইটস সিচ্যুয়েশন ইন বাংলাদেশ’। পার্লামেন্ট ও কমিশনের রুল ১৩৫ মোতাবেক ডিবেট অন কেইসেস অব ব্রীচেস অব হিউম্যান রাইটস, ডেমোক্রেসি অ্যান্ড দ্য রুল (ম্যাক্সিমাম রুল ১৩৫) অধীনে পার্লামেন্টে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন, আইনের শাসন ভুলুন্ঠিত হত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন