News71.com
 International
 13 Sep 23, 12:31 PM
 161           
 0
 13 Sep 23, 12:31 PM

রাশিয়ায় যাত্রীবাহি বিমানে যান্ত্রিক ত্রুটি॥ শস্যখেতে নামল উড়োজাহাজ

রাশিয়ায় যাত্রীবাহি বিমানে যান্ত্রিক ত্রুটি॥ শস্যখেতে নামল উড়োজাহাজ

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ যান্ত্রিক ত্রুটির কারনে রাশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ এ-৩২০ সাইবেরিয়ার একটি শস্যখেতে জরুরি অতবরণ করেছে। এটি কৃষ্ণসাগর অবকাশ যাপনকেন্দ্র সোচি থেকে সাইবেরিয়ার ওমস্ক শহরে যাচ্ছিল। এতে আরোহী ছিলেন ১৬৭ জন। পাইলট ও ক্রুদের দক্ষতার কারনে কোন ক্ষয়ক্ষতি হয়নি যাত্রীদের। মস্কোর বিমান সংস্থা রোসাভিয়েতসিয়া এক বিবৃতিতে বলেছে, গতকাল মঙ্গলবার সোচি থেকে ওমস্কগামী উরাল এয়ারলাইনসের বিমানটিতে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে মস্কোর স্থানীয় সময় ৫টা ৪৪ মিনিটে সেটি একটি শস্য খেতে জরুরি অবতরণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন