News71.com
 International
 13 Sep 23, 12:35 PM
 132           
 0
 13 Sep 23, 12:35 PM

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং এ বাংলাদেশ প্রসঙ্গে রাশিয়াকে কটাক্ষ॥

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং এ বাংলাদেশ প্রসঙ্গে রাশিয়াকে কটাক্ষ॥

 

 

নিউজ ডেস্কঃ  মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অবস্থান অভিন্ন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকা সফর প্রসঙ্গে মার্কিন এ কুটনীতিক বলেন, যে দেশটি প্রতিবেশীদের ওপর আক্রমণ চালায়, তাদের খবরদারি নিয়ে কথা বলা উচিত নয়। গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। 

 

প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, জি-২০ শীর্ষ সম্মেলনের ঠিক আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বাংলাদেশ সফরকালে বলেন, ‘মস্কো এই অঞ্চলে মার্কিন প্রভাব ও হস্তক্ষেপ প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করবে।’ এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী এবং ইন্দো-প্যাসিফিক কৌশল সম্পর্কে আপনার অবস্থান কী?    জবাবে মিলার বলেন, ‘আমি রাশিয়ার প্রতি সম্মান রেখেই বলব, যে দেশটি তার প্রতিবেশী দুই দেশে আক্রমণ করেছে, যারা প্রতিনিয়ত সেখানকার স্কুল, হাসপাতাল ও আবাসিক ভবনে বোমা মারছে, তাদের অন্য কোনো দেশের শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার বিষয় নিয়ে কথা বলা উচিত নয়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন