News71.com
 International
 14 Sep 23, 12:14 AM
 82           
 0
 14 Sep 23, 12:14 AM

লিবিয়ায় বন্যায় ২০ হাজার মৃত্যুর শঙ্কা॥ সমুদ্র থেকে ভেসে আসছে মানুষের মৃতদেহ

লিবিয়ায় বন্যায় ২০ হাজার মৃত্যুর শঙ্কা॥ সমুদ্র থেকে ভেসে আসছে মানুষের মৃতদেহ

 

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ মরুভূমির দেশ লিবিয়ায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন বলছে, শুধু ডেরনা অঞ্চলেই ৫ হাজার ৩০০ মরদেহ গণনা করা হয়েছে। শহরের জমা পানি, কাদার স্রোত, সমুদ্রের পানি, ধসে যাওয়া বাড়ির ছাদে ও জানালায়– সর্বত্র মৃতদেহের ছড়াছড়ি। ডেরনা শহরকে আপাতত মৃত্যু উপত্যকা ছাড়া অন্য কিছু ভাবা যাচ্ছে না। শহরটির এক-চতুর্থাংশ নিশ্চহ্ন হয়ে গেছে।

 

রেড ক্রিসেন্টসহ দাতব্য সংস্থাগুলো বলে আসছিল, ঘূর্ণিঝড় ও বন্যায় ১০ হাজার মানুষ নিখোঁজ নয়তো মারা গেছেন। তবে আজ বুধবার স্থানীয় চিকিৎসক ও দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা ২০ হাজার হতে পারে। নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন