নিউজ ডেস্কঃ নির্বাচনের আগে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। তিনি বলেন, নির্বাচনের আগে সব দলের নেতারা সমান সুযোগ-সুবিধা পাচ্ছেন না। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অন্যতম প্রধান দুই নেতা ইমরান খান ও নওয়াজ শরিফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছেন না। তাদের নামে দুর্নীতির মামলা থাকায় তারা এ সুযোগ পাচ্ছেন না। ফলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি।