News71.com
 International
 15 Sep 23, 12:01 PM
 110           
 0
 15 Sep 23, 12:01 PM

দুই মার্কিন কূটনীতিককে রাশিয়া ত্যাগের নির্দেশ॥

দুই মার্কিন কূটনীতিককে রাশিয়া ত্যাগের নির্দেশ॥

 

 

আন্তের্জাতিক ডেস্কঃ বিদেশিদের সহযোগিতা করছে এমন একজনের সঙ্গে কাজ করার অভিযোগের ভিত্তিতে দুই মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে তলব করে দূতাবাসের প্রথম সেক্রেটারি জেফরি সিলিন ও দ্বিতীয় সেক্রেটারি ডেভিড বার্নস্টেইনকে সাত দিনের মধ্যে রাশিয়া ত্যাগ করতে বলা হয়েছে। বিদেশিদের সহযোগিতা করার অভিযোগে অভিযুক্ত রুশ নাগরিক রবার্ট শোনাভের সঙ্গে তারা যোগাযোগ রাখছিল ও অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছিল বলে জানানো হয়েছে। রুশ নাগরিক রবার্ট শোনাভকে ভ্লাদিভস্টোকের মার্কিন দূতাবাসে ২০২১ সাল পর্যন্ত চাকরি করে। রাশিয়ার আদেশে তাকে অব্যাহতি দিয়েছিল মার্কিন দূতাবাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন