News71.com
 International
 18 Sep 23, 08:12 PM
 94           
 0
 18 Sep 23, 08:12 PM

দুর্নীতি বিরোধী আইন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি॥

দুর্নীতি বিরোধী আইন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি॥

 

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ প্রধান বিচারপতি হিসেবে বিদায় নেয়ার দুই দিন আগে দুর্নীতিবিরোধী সংস্থার ‘আইন সংশোধনের’ আলোচিত মামলার রায় দিয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। এ রায়ে সংশোধিত আইনের কিছু ধারাকে অবৈধ ঘোষণা করে সেগুলো বাতিল করে দিয়েছেন তিনি। গত বছর পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (ন্যাব) আইনে সংশোধনী আনা হয়। আইন সংশোধনের পর সরকারের দায়িত্বে থাকা ব্যক্তি, রাজনীতিবিদ এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে করা দুর্নীতির মামলাগুলো তুলে নেয়া হয়।

 

এরপর গত বছরের জুনে এই আইন সংশোধনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার সেই পিটিশনের পরিপ্রেক্ষিতেই শুক্রবার আইনের সংশোধিত ধারাগুলো বাতিল করে দিয়েছেন প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ। সংশোধনী ধারা বাতিল করে দেয়ার অর্থ হলো, পাকিস্তানের বড় বড় রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল এবং যেগুলো বাতিল করে দেয়া হয়েছিল, সেগুলো আবারও দুর্নীতিবিরোধী আদালতে ফিরে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন