News71.com
 International
 20 Sep 23, 12:16 AM
 115           
 0
 20 Sep 23, 12:16 AM

প্রেসিডেন্ট শি জিনপিংকে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর কটাক্ষ॥ চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

প্রেসিডেন্ট শি জিনপিংকে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর কটাক্ষ॥ চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘ডিক্টেটর' হিসেবে বর্ণনা করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক। এদিকে জার্মান মন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে চীন। বেইজিংয়ে জার্মান রাষ্ট্রদূতকে তলব করে এই ক্ষোভ জানিয়েছে দেশটি। প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিংয়ের নেতৃত্বে চীনের অনেক আচরণ বরাবরই পশ্চিমা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে আসছে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পারস্পরিক নির্ভরতায় এখনো বড় কোনো পরিবর্তন না ঘটলেও দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট শীতল রয়েছে। বিশেষ করে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর চীন যেভাবে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতা আরো পাকাপোক্ত করেছে, তা বড় ক্ষোভের কারণ হয়ে উঠেছে। ফলে কূটনৈতিক শিষ্টাচার ভুলে পশ্চিমা বিশ্বের অনেক নেতা প্রকাশ্যে শি জিনপিংয়ের কড়া সমালোচনা করছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালে না বেয়ারবক সম্প্রতি শিকে ডিক্টেটর বা একনায়ক হিসেবে বর্ণনা করেছেন। 

 

এদিকে দেশটির সর্বোচ্চ নেতা সম্পর্কে এমন মন্তব্য চীনের পছন্দ নয়। জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জেরে সে দেশ বেইজিংয়ে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পাট্রিসিয়া ফ্লোরকে তলব করে কড়া নিন্দা করেছে দেশটি। সোমবার রাতে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় সেই খবর জানিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ দিন বলেন, বেয়ারবকের মন্তব্য অত্যন্ত অযৌক্তিক এবং চীনের রাজনৈতিক মর্যাদার গুরুতর ভাবে লঙ্ঘন করেছে। এমন খোলামেলা রাজনৈতিক প্ররোচনারও নিন্দা করেন তিনি। মাও আরো বলেন, বেয়ারবকের মন্তব্যের বিরোধিতা করে চীন কূটনৈতিক পথে জার্মানির সঙ্গে যোগাযোগ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন