আন্তর্জাতিক ডেস্কঃ গ্রীষ্মকালীন বিরতির পর আজ রোববার বসছে তুরস্কের সংসদ। এ সংসদ অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ সব সংসদ সদস্য যোগ দেবেন। তবে অধিবেশন শুরুর আগে দেশটির রাজধানী আঙ্কারার পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এ বোমা হামলা হয়। পুলিশ সদরদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ ভবন কাছাকাছি হওয়ায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, পুলিশ সদরদপ্তরে দুজন সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেছে। তারা একটি হালকা ধরনের গাড়ি নিয়ে সদর দপ্তরের ভবনে ঢোকার চেষ্টা করে। এ সময় তাদের একজন বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দিয়েছে। অন্যজনকে পুলিশ নিরস্ত্র করেছে। এ ছাড়া এ হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।