আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে কার্গো ট্রাকে করে লুকিয়ে ভ্রমণের সময় সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ অভিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। রোববার (১ অক্টোবর) গুয়াতেমালা সীমান্তের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশে মহাসড়কে গাড়ি উল্টে কার্গো ট্রাকে লুকিয়ে থাকা অন্তত ১০ কিউবান অভিবাসীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।