News71.com
 International
 03 Oct 23, 11:25 PM
 167           
 0
 03 Oct 23, 11:25 PM

নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলা॥ ২৯ সেনা সদস্য নিহত

নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলা॥ ২৯ সেনা সদস্য নিহত

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ২৯ সেনা নিহত হয়েছে। সোমবার (২ অক্টোবর) মধ্যরাতে মালি সীমান্তের কাছে এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকালের হামলায় ২৯ সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছে। এ সময় বেশ কয়েক জন হামলাকারী নিহত হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান থেকে ফেরার পথে গাড়ি ও মোটরসাইকেলে করে শতাধিক হামলাকারী এই সেনাদের ওপর হামলা চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন