আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ২৯ সেনা নিহত হয়েছে। সোমবার (২ অক্টোবর) মধ্যরাতে মালি সীমান্তের কাছে এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকালের হামলায় ২৯ সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছে। এ সময় বেশ কয়েক জন হামলাকারী নিহত হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান থেকে ফেরার পথে গাড়ি ও মোটরসাইকেলে করে শতাধিক হামলাকারী এই সেনাদের ওপর হামলা চালায়।