আন্তর্জাতিক ডেস্কঃ জোড়া ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠল নেপাল। মঙ্গলবার স্থানীয় সময় ২টা ২৫ মিনিটে প্রথম ভূমিকম্প আঘাত হানে। ২টা ৫২ মিনিটে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতেও জোড়া ভূমিকম্প অনুভূত হয়েছে। নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র সূত্রে জানা যায়, দেশটির বাজহাং জেলায় ৬ দশমিক ৩ এবং ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ কিলোমিটার ভূগর্ভে।