News71.com
 International
 04 Oct 23, 11:33 AM
 153           
 0
 04 Oct 23, 11:33 AM

পদ হারালেন মার্কিন স্পিকার কেভিন ম্যাকার্থি

পদ হারালেন মার্কিন স্পিকার কেভিন ম্যাকার্থি

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে পদ হারিয়েছেন তিনি। তার দল রিপাবলিকান পার্টির একজন আইনপ্রণেতার তোলা এই প্রস্তাবের পক্ষে পড়েছে ২১৬ ভোট অপরদিকে তার বিরুদ্ধে পড়েছে ২১০ ভোট। ডেমোক্রেট আইনপ্রণেতারাও এই প্রস্তাবে সমর্থন জানান। প্রস্তাবটি পাসের মধ্য দিয়ে স্পিকার হিসেবে ম্যাকার্থির ২৬৯ দিনের দায়িত্বের অবসান ঘটল। ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো স্পিকারের পদ হারানোর ঘটনা ঘটল।

বুধবার (৪ অক্টোবর) এক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নজিরবিহীন এই ভোট রিপাবলিকান পার্টিকে ক্রমবর্ধমান অশান্তির দিকে ঠেলে দিবে বলে ধারণা করা হচ্ছে। রিপাবলিকানদের মধ্যে কট্টরপন্থি নেতা হিসেবে পরিচিত ম্যাট গ্যাটেজ। ম্যাকার্থির সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব রয়েছে তার। পুরোনো দ্বন্দ্ব দেখা দেয় নতুন করে। যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়াতে তহবিল বিল পাসে ভূমিকা রেখে আলোচনায় ছিলেন ম্যাকার্থি। কিন্তু দুদিন না যেতেই সোমবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গ্যাটেজ। এই ঘটনার পরেই রিপাবলিকান আইনপ্রণেতা প্যাট্রিক ম্যাকহেনরিকে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে ঘোষণা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন