আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় নিউজপোর্টাল নিউজক্লিকের প্রতিষ্ঠাতা সাংবাদিক প্রবীর পুরকায়স্থকে সন্ত্রাসবিরোধী আইন ও অবৈধ কার্যকলাপ দমন আইনে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিক প্রবীর ছাড়াও এই নিউজ পোর্টালের এইচআর বিভাগের প্রধান অমিত চক্রবর্তীকেও গ্রেপ্তার করা হয়েছে। নিউজ পোর্টালটি বেইজিংয়ের অর্থায়নে চীনা প্রপাগান্ডা ছড়াচ্ছে-নিউইয়র্ক টাইমসের এমন প্রতিবেদনের পর মঙ্গলবার (৩ অক্টোবর) দিল্লি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে এনডিটিভি।
তাদের গ্রেপ্তারের আগে দিনের শুরুতে দিল্লি ও মুম্বাইয়ের ২০ জায়গায় নিউজক্লিকের সঙ্গে যুক্ত সাংবাদিকদের বাড়ি বাড়ি তল্লাশি চালায় পুলিশ। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে দেশটির বিরোধীদলীয় নেতারা। তারা বলছেন, এটি দেশের স্বাধীন সংবাদমাধ্যমের ওপর দমন-পীড়ন। দিল্লি পুলিশের একটি সূত্রে জানা গেছে, মোট ৩৭ জন সন্দেহভাজন পুরুষ ও ৯ জন নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় ডিজিটাল ডিভাইস, নথিপত্র ইত্যাদি জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তী নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। দিল্লি পুলিশের দাবি, চীনের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিউজক্লিক প্রায় ৩৮ কোটি রুপি পেয়েছে। এসব অর্থ তাদের ওয়েবসাইটে চীনপন্থি আধেয় প্রচারে ব্যবহার করা হয়েছে।