News71.com
 International
 04 Dec 23, 08:45 PM
 108           
 0
 04 Dec 23, 08:45 PM

জো বাইডেনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের মুসলিমরা

জো বাইডেনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের মুসলিমরা

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ইসরাইলের নৃশংসতায় সমর্থন দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন। তার এ কর্মকাণ্ডের ফলে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের মুসলিমরা। এই কারণে তার বিরুদ্ধে অবস্থান নিতে মুসলিমদের এক হওয়ার ডাক দিচ্ছেন নেতারা। 

 

২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে লড়বেন বাইডেন। তাই আসন্ন নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে অবস্থান নিতে মুসলিমদের এককাট্টা করবেন তারা। প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিমরা কাকে সমর্থন দেবে, সেটি অবশ্য তারা স্পষ্ট করেননি। ২০২০ সালের নির্বাচনে বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার নেপথ্যে যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব রাজ্যের ভোটারদের একটা উল্লেখযোগ্য অংশ মুসলিম ও আরব–আমেরিকান। আসন্ন নির্বাচনে বাইডেনের জয়ে তারা বড় বাধা হয়ে উঠতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন